Ariyan,s Love Story 9
পরদিন বিকেল ৫টা
ইসরাত পার্কে রনির জন্য অপেক্ষা করছে।কিন্তু অনেক্ষন হয়ে গেলো।রনি আসছে না।রিফাহকে ফোন করলো। "এই রিফাহ রনি তো এখনো আসছে না।অনেক্ষন হতে গেল।" "তুই যে কথা বলেছিস তাতে কি মনে করিস ভাইয়ার আসার মুড থাকবে?" "তাতো ঠিক।কিন্তু ফোনও ধরছে না।তুই একটু খোঁজ নিয়ে দেখ।" "আচ্ছা দেখছি।" একটু পর রিফাহর ফোন আসলো। "এই ইসরাত ভাইয়া ফোন ধরছে না।আবার দিলাম দেখলাম ফোন বন্ধ করে রেখেছে।আর আয়শাকে ফোন করলাম।কিন্তু আয়শা বলল যে ভাইয়াকে নাকি পাওয়া যাচ্ছে না।" "তাহলে কি হলো?" "তুই টেনশন করিস না।আমার মনে হয় ভাইয়া তার দাদিরবাড়িতে যে কাশবন নদী আছে সেই নদীতে আছে।ভাইয়ার যখন খুব মন খারাপ হয় তখন সেখানে যায়।তুই ওখানে যা।" "ঠিক আছে।" "আর তুই এখান থেকে নৌকা দিয়ে যাছ।" "ঠিক আছে এখনি যাচ্ছি।" ইসরাত নৌকা দিয়ে সেই জায়গায় গেলো।নৌকা থেকে নামলো।যেতে যেতে দেখলো রনি। ইসরাত বলল,"এই তুমি এখানে।আর তোমাকে কখন থেকে খুঁজছি।" রনি বলল,"আমাকে খুঁজে কি করবে?" ইসরাত রনির সামনে দাঁড়ালো।বলল,"তোমাকে খুঁজবো নাতো কাকে খুঁজবো?" "তোমার প্রেমিককে দেখানোর জন্য আমাকে খুজছো?" "হ্যা এসো তোমাকে দেখাই।এসো।আমার হাত ধরো।" ইসরাত রনির হাত ধরে পানির কাছে নিয়ে গেল।পানির দিকে তাকিয়ে বলল,"পানির দিকে তাকাও।যে ছেলেকে দেখতে পাবে আমি তাকেই ভালোবাসি।" রনি নিজেকে ছাড়া আর কাউকে দেখছে না।রনি ইসরাতের দিকে তাকিয়ে বলল,"এটাতো আমি।তার মানে?" "তার মানেএএএ।" "এই কথাটা তুমি এরকম করে বললে।জানো আমি কত কষ্ট পেয়েছি।" "হ্যা জানি।ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেই।তাই এতকিছু।আর আমি কি বলেছি অন্য কাউকে ভালোবাসি।আমি তো বলেছি কাউকে ভালোবাসি।আসলে কথার মানেই বুঝো না।" "আমার কিন্তু ভীষন রাগ হচ্ছে।আমি কথা বলবো না তোমার সাথে।" "ঠিক আছে এখন না বললে।একদিন না যেতেই কথা বলার জন্য ছুটে আসবে আমার কাছে।" ইসরাত বলল,"তুমি মনে হয় অনেক্ষন ধরে কিছু খাও নাই।খুব ক্ষুধা লাগছে তোমার।মুখটা শুকিয়ে গেছে।" "চলো রেস্টুরেন্টে।" "চলো।" ইসরাত রেস্টুরেন্ট থেকে বাসায় আসলো।রিফাহ বলল,"কি চলছে?" "কিছু না।" "ভাইয়াকে বলেছিস।" "হ্যা।" "উফফ ভাবি।" "যা আমার বিয়ে হয়নি।" "হবে তো রনি ভাইয়ের সাথে।" ইসরাত ফ্রেস হতে গেলো।
Post a Comment