Header Ads

Ariyan Love Story 10

  ইসরাত তার মাকে ফোন দিল।

 " আম্মু।" "কি আম্মু?" "এই মানে কি করে যে বলি কথাটা।" "বলে দে কি কথা।" "আম্মু আমি একটা ছেলেকে ভালোবাসি।খুব ভালো ছেলে তোমার মনের মতো।" "ছেলে কী করে?" "ইঞ্জিনিয়ার।এখানেই বাসা।আমি ছবি পাঠিয়ে দিচ্ছি।" "ঠিক আছে দেখি পছন্দ হয় কিনা।" "পছন্দ হবে না মানে?আমার পছন্দ সবসময় ফাস্ট ক্লাস হয়।" "ও তাই না!!দেখবোনি কেমন ফাস্ট ক্লাস।" "আচ্ছা রাখি।" , রিফাহ ইসরাতের কাছে এসে বলল,"কিরে আন্টি কি বললো?" "আম্মু তো গালি দিলো না।পিক দেখতে চায়।" "সেটাতো ভালো কথা পিক পাঠিয়ে দে।" "তুই দে।" "আরে আমি?" "হুম। দে।" "ওকে।" রাত ২ টা ইসরাত ঘুমিয়ে পড়েছে।হঠাৎ হঠাৎ জেগে গেল।চোখ খুলতেই কাকে যেন দেখে চিৎকার করতে যাবে এ সময় রনি ইসরাতের মুখ চেপে ধরে বললো,"চুপ,আমি।চলো বারান্দায়।" রনি ইসরাতকে বারান্দায় নিয়ে গেল।ইসরাত বললো,"তুমি এত রাতে এখানে কি করছো?" "খুব দেখতে ইচ্ছা করছিল তোমাকে।" "ভিডিও কল দিলেই তো হতো এত কষ্ট করে আসার কি দরকার ছিলো?না সামনাসামনি দেখতে ইচ্ছা হচ্ছিল।" "তো কি এনেছো আমার জন্য?" "ফুল এই নাও।" ইসরাত ফুল হাতে নিয়ে বলল,"এই রজনীতে তুমি আমার জন্য রজনীগন্ধা এনেছো বাহ সুন্দর তো।দেখা হয়েছে তো।" "হুমম।" "এখন যাও।" রনি ইসরাতের দিকে তাকিয়ে বলল,"এখনি চলে যাবো?" "হুমম।" রনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল,"আমি যাবো না।" "কেন?" "ভাবলাম তোমার সাথে গল্প করবো।দেখো কি সুন্দর চাঁদ।" "ও আচ্ছা।আমি ঘুমাবো।প্লিজ যাও কাল এসো।আচ্ছা কিভাবে এলে?" "এইযে গাছ দিয়ে।" "ওহ যাও।" রনি চলে গেলো।ইসরাত শুয়ে পড়লো। রনি সকালে একটু ঘোরাফেরা করে এসে দেখলো বাসায় কে কে যেন এসেছে ।একটা মেয়েকেও দেখলো।রনির বাবা রনিকে দেখে বলল,"এইযে আমার ছেলে।" ওই মেয়ের বাবা বললেন,"বাহ ছেলেটা তো আমাদের পছন্দ হয়।তা বিয়ে ঠিক হলেই তো হয়।" রনি বললো,"বিয়ে?" রনিকে বাবা বললেন,"হ্যা স্মৃতির সাথে।" "কিন্তু ।" "কোন কিন্তু না।তুমি আর স্মৃতি ছাদে যাও।" রনি আর স্মৃতি ছাদে গেল।স্মৃতি বলল,"আপনার কথা অনেক শুনেছি।শুনতেই শুনতেই আপনাকে ভালো লেগে যায়।" রনি বলল,"কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে।আমি বিয়ে করলে তাকে করবো নয়তো চিরকুমার থাকবো।" "বাহ কি সুন্দর দারুন কথা বলেন।সিনেমা নাটক করেন নাকি?" "আপনার কাছে কি এসব মজা লাগছে?" "আপনি সুন্দর করে কথা বলেন এইজন্য আপনাকে আমার পছন্দ হয়েছে।" "এই আপনাকে তো আমার বোন হলে খুব বানাতো।আমার বোনের মতো আপনি।" স্মৃতি মুখ রাগান্তিত করে বললো,"কি বললেন ?আমাকে আপনাকে বোন বোন লাগে?" "আমি যাকে ভালোবাসি সে বাদে পৃথিবীর সবাই আমার বোন না হয় তো আন্টি।" "বাহ এত সুন্দর কথা বলেন।আপনাকে আমার পছন্দ হয়েছে।" "আপনাকে আমার পছন্দ হয়নি।চলুন নিচে।" রনি নিজের রুমে গেল।
All Credit Collected Story: Freelancer Hasib..

No comments