Ariyan,s Love Story 7
ইসরাত বলল,"এই এতক্ষন ধরে চুল শুকিয়ে এইমাত্র চুলটা বাঁধলাম।আর আপনি কি করে দিলেন।আর এত বড় চুল সবসময় ছেড়ে রাখতে ইচ্ছা করে না।আর আপনি কি করে দিলেন।"
রনি বলল"ওহ আচ্ছা এত বড় চুল বাঁধবে কেন?না বাঁধলেই তো ভালো।" "আপনার তো চুল শুকাতে হয় না।এইটুকু চুল।" "ওহ।তাই বুঝি?" রিফাহ আর আয়েশা এদিকে এসে দেখলো রনি আর ইসরাতের এই অবস্থা।এই অবস্থা দেখে রিফাহ বলল,"একি এসব কি করেছিস তোরা?" ইসরাত বলল,"তোর ভাইই তো এরকম করেছে।" রনি বলল,"নিজেই আগে আমার মাথার ওপর।" রনি বাথরুমে গেলো।ইসরাতও বাথরুমে গেলো। পরদিন ইসরাত আর রিফাহ চলে গেলো।ইসরাত প্রতিদিন পার্কে যায় রনিও যায়।একসাথে অনেক অনেক কথা বলে।আস্তে আস্তে রনিকে ইসরাতের ভালো লেগে গেলো। একদিন রনি পার্কে আসলো না।ইসরাত বসে থাকলো।অপেক্ষা করতে থাকলো।অবশেষে মন খারাপ করে বাসায় ফিরে গেল।রিফাহ ইসরাতের মুখ দেখে বলল,"কিরে কি হলো?" "রনি আসেনি কেন যে?" "ওহ তাই কি হয়েছে ভাইয়া বোধহয় বিজি।" "হতে পারে।" পরদিনও রনি আসলো না।রাতে ইসরাত ছাদে একা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে।ইসরাতের খুব মন খারাপ হচ্ছে।ইসরাত বুঝতে পারছে না কেন রনির জন্য এমন লাগছে।কি যে মায়ার টানে রনির কাছে বার বার ফিরে যেতে ইচ্ছে করছে।রিফাহ বলল,"কিরে আজকে খুব চিন্তিত লাগছে।কি ব্যাপার?" "কিছু নারে।" "আমাকে একদম মিথ্যা বলবি না।" "এই আজকেও তো রনি আসলো না।" "ওহ বুঝেছি ভাইয়াকে খুব মিস করছিস,তাই না?" ইসরাত রিফাহর দিকে তাকিয়ে বলল,"কিন্তু কেন রনিকে মিস করছি?কেন কে সে আমার যে তাকে মিস এত এত করছি?" "কারন তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস।" "কি?সত্যি?" "হ্যা।ভাইয়াও তোকে খুব ভালোবাসে।ভাইয়া তোকে প্রোপজ করলে একদম না করবি না।রাজি হয়ে নিবু।ওকে?" "ওকে।" রিফাহ ইসরাতের হাত ধরে বলল,"আয় ঘরে যাই।কালকে ভাইয়ার সাথে অবশ্যই কথা হবে।মন খারাপ করিস না।" সজিব, শান্ত আর রনি গল্প করছে।রনি বলল,"তোদের জন্যই তো দুইদিন ধরে কথা হয় নাই আমার ভালো লাগছে না।আমি যাচ্ছি।" রনি প্রায় যাচ্ছিল।আর সজিব রনিকে আটকিয়ে বলল,"আরে কোথায় যাস?" রনি বলল,"কোথায় আর।ইসরাতের কাছে।" শান্ত বলল,"আরে যাওয়ার আগে চিঠি লিখ।" রনি বলল,"চিঠি?" "হ্যা ভালোবাসিছ তো চিঠি লিখ।" রনি বলল,"হ্যা লিখবো নিজের হাত কেটে রক্ত দিয়ে লিখবো।" রনি হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখতে থাকলো।তারপর রিফাহকে চিঠি দিয়ে বলল,"এই চিঠি ইসরাতকে দে।" রিফাহ ইসরাতকে চিঠি দিয়ে বলল,"এই নে ভাইয়া দিয়েছে।ভালো উত্তর দিস।" ইসরাত চিঠি খুলে দেখলো রক্ত দিয়ে লেখা চিঠি।ইসরাত চিঠি পড়তে লাগলো " প্রিয়তমা, আমি আমার হাত কেটে আমার রক্ত দিয়ে চিঠি লিখছি।তোমাকে প্রথম দিন যেদিন দেখি সেদিন থেকে কেমন যেন পাগল হয়ে গেছি।বিশ্বাস করো আমি কোনো মেয়ের দিকে এমন বেহায়ার মতো তাকাইনি।এমন অধীর আগ্রহে তাকাইনি।তোমাকে আমি ভালোবাসি।খুব ভালোবাসি।আমি আমার ভালোবাসার দোহায় দিয়ে বলছি আমার এ ভালোবাসি যদি সত্যি হয় তবে তুমি আমার আর আমি তোমার।আর যদি এ ভালোবাসা মিথ্যা হয় তবে তুমিও আমার না আমিও তোমার না। , ইতি রনি
Post a Comment