Header Ads

Ariyan,s Love Story 6

 পরদিন রিফাহ ইসরাতকে নিয়ে রনিদের বাসায় নিয়ে গেলো।ইসরাত যেতে রাজি ছিলো না।কিন্তু রিফাহ অনেক কষ্টে ইসরাতকে রাজি করালো।ইসরাত বাড়ির ভেতর ঢুকলো।রনি ইসরাতের থেকে চোখ ফেরাতে পারছে না।আজকে খুব সুন্দর লাগছে ইসরাতকে।আয়শা আর রিফাহ আয়শার ঘরে গল্প করছে।ইসরাত পুরা বাড়ি ঘুরে দেখছে।দেখতে দেখতে রনির ঘরে ঢুকে গেলো।কিন্তু ইসরাত জানে না যে ওটা রনির ঘর।তবে ইসরাতের কাছে কেমন যেন ছেলে চলে ঘর লাগলো।ইসরাতের এই ঘরটা খুব ভালো লাগলো।আরেকটু গুসিয়ে রাখলে ভালো হতো।ইসরাত বারান্দায় গেল।রনি পিছন থেকে বলে উঠলো,"এইযে বাঘিনী।"

 ইসরাত পিছন ফিরে রনির দিকে তাকিয়ে বলল,"বাঘিনী?" "হ্যা।" "তা কেন?" আয়শা আর রিফাহও রনির ঘর দিয়ে যাচ্ছিল।আয়শা বলল,"ঐতো আপু ভাইয়ার সাথে।" এই বলে আয়শা রনির ঘরে ঢুকতে যাচ্ছিল।তখনো রিফাহ আয়শাকে অন্যদিকে নিয়ে যেয়ে বলল,"এই তুই কেন যাচ্ছিস?জানিস তোর ভাই ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে।থাজ কথা বলতে দে ইসরাতের সাথে।" "ওহ বুঝেছি।" ইসরাত রনির দিকে তাকিয়ে বলল,"কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন?বলেন কেন।" "ওহ অনেকে আমাকে বীরবাজাদুরের মতো কাজ করিতো।বাঘতো বীরবাহাদুর।তাই আমাকে বাঘ বলে।" "কিন্তু আমি কেন?" ",কেন ,কেন যে?ওহ হ্যা তুমিও অনেক বীরনারী এইজন্য।" রনি বাড়ি থেকে বের হলো।ইসরাত ভাবতে লাগলো ,",কি ব্যাপার এমনভাবে তাকিয়ে থাকে কেন?লেলটা,বদ নাকি?না দেখে তো এমন মনে হয় নাকি।নাকি প্রেম।" রিফাহ বলল,"এই কি ভাবিছ তুই?" "এই তোর ওই ভাইয়া কি মেয়েদের দেখলেই তার দিকে তাকিয়ে থাকে নাকি?ওরকম ছেলে কী?" "আরে কিযে বলিস তুই।ভাইয়া ভালো। "তাহলে যে আমার দিকে।" "আরে এটাই বুঝিছ না?ভাইয়ার মতো ছেলে জীবনের প্রথম প্রেমে পড়েছে।" "ওহ।" ইসরাতের মাথায় একটা ফাজলামি বের হলো।ইসরাত একটা বেলুনের ভেতর ডিম বেঙে সেই বেলুন ফুলিয়ে তুললো।আয়শা,রিফাহ আর ইসরাত রনির ঘরে ঢুকলো।রনি কি যেন করছে।ইসরাত বলল,"এই দেখেন কি সুন্দর বেলুন।" রনি বলল,"হুমম।" আয়শা বলল,"ভাইয়া।" রনি বলল,"কি?" ,,আয়শা হেসে উঠলো।রনি বলল,"এই হাসিছ কেন?" ইসরাত রনির পিছনে দাঁড়ালো।ইসরাত রনির মাথার ওপর বেলুন রেখে বলতে লাগলো,"রেডি 1,2,3 স্টার্ট।" রনির মাথার ওপর বেলুন ফাটালো।আর ডিম রনির মাথার ওপর পড়লো।তারা তিনজন নের হয়ে গেলো।রনি ভাবতে লাগলো,"এই মেয়েটা খুবই দুষ্টু ফাজিল।দাঁড়াও আমিও দেখাচ্ছি।"

No comments