Header Ads

#নারীদের_সিজারে_পুরুষ___কেন ❓

 


😠জাতীর কাছে আমার প্রশ্ন....❓
👉সিজারে পুরুষের কাজ কি ❓
👉ডেলিভারিতে পুরুষের কাজ কি ❓
🇧🇩বাংলাদেশে পর্যাপ্ত মহিলা ডা. আছে তাহলে পুরুষ ডা. কেনো❓
-আপনারা যারা বিয়ে করেছেন,,ছেলে মেয়ের বাবা হবেন তারা কান খারা করেন শুনে রাখুন❗
আপনার স্ত্রীকে ডেলিভারির নামে কিসের সিজারী করাচ্ছেন? যে সিজারি পুরুষ ডাক্তার দিয়ে করানো হয়। মনে রাখবেন- আপনার স্ত্রীর গোপন অঙ্গ আপনি ব্যতিত অন্য কোনো পুরুষের দেখার অধিকার নেই। যদি এরকমটা হয়,,তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে।
➡যার জন্য পুরুষ দ্বারা ডেলিভারি করাতে বাধ্য হচ্ছেন..!!!
😥এই লজ্জাটা কার....❓
-এই লজ্জাটা আপনার,,,,,
এই লজ্জাটা গোটা মানবজাতির।
-অন্যান্য দেশ গুলোতে⬅স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়। এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ম-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তুু আমার সৌভাগ্য যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার স্বামী আমার পাশে আছে, আপাতত আমি তার চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো।
❗❗❗❗❗ কিন্তু❗❗❗❗❗
-আমাদের সোনার বাংলাদেশ আঁতুরঘর তো দূরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামীকে রাখা হয়না..! কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে-স্বামী পাশে থাকতে চাইলে.!
©প্রথম আলো

No comments