Ariyan,s Love Story 2
ইসরাত বারান্দায় বসে রুমমেটের সাথে গল্প করছে।এই সময় রিয়া ফোন করলো।ইসরাত বলল,"কি বলিস?"
"ইসরাত আজকে আমাকে ছেলে দেখতে আসবে।তুই একটু আয় এখানে।তুই একটু দেখে বল পছন্দ হয় নাকি বিয়ে করা যায় নাকি।" "এমা তোর বিয়ে তুই পছন্দ করবি আমি কেন?" "তারপরেও তোর পছন্দ ভালো হয়।প্লিজ আয় তুই।" "ঠিক আছে।আমি আসছি।" ইসরাত রেডি হয়ে রিয়াদের বাড়িতে আসলো।একটু পর ছেলে পক্ষ আসলো।ইসরাত রিয়াকে তাদের সামনে নিয়ে গেলো।ইসরাত দেখল ছেলে খারাপ নয়।ভালোই মনে হচ্ছে।রিয়াকে দেখা শেষ।তারা চলে গেল।রিয়াদের সবার পছন্দ হলো ছেলেকে।এখন ছেলে পক্ষের মতামত শুনতে হবে।ইসরাত বলল,"এই আমি এখন যাই।" পরদিন ইসরাত আর রিফাহ পার্কে বসে আছে।রিয়ার ফোন আসলো।ইসরাত বলল,"হ্যা বল।কি হলো?" "ইসরাত।" "কি হয়েছে কোনো সমস্যা?তোকে পছন্দ হয়নি?" "না।" "না মানে?তোকে পছন্দ হয়নি?তোর মতো এরকম মেয়েকে পছন্দ না করার কি আছে!!" "সে আমাকে নয় তোকে পছন্দ করেছে।". ইসরাত অবাক হয়ে বলল,"কি বলিস এসব?কিন্তু আমি তো এখন বিয়ে করবো না।আর আমাকে তো দেখতে যায়নি তোকে দেখতে গেছে।তাই বিয়ে করলে আমাকে নয় তোকে করতে হবে।" "সেটা আমি কি জানি।তোর কি জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেছে জানিস?" "না।" "তোর লম্বা লম্বা চুল।সে বলে এরকম এত লম্বা চুল খুব কম মানুষেরই হয়।তার নাকি লম্বা চুল পছন্দ।" "আমি তো বিয়ে করবোই না ।আমি তার সাথে কথা বলে দেখছি।আচ্ছা আমি এখন রাখি।" রিফাহ বলল,"কি হয়েছে বিয়ে মানে?" তারপরে ইসরাত সবকিছু খুলে বলল।সব শুনে রিফাহ বলল,"হুম অবস্থা খুবই খারাপ।কাকে দেখতে গেলো কাকে পছন্দ হলো।". "আমি তাকে বিয়ে করবো না।আচ্ছা আমার এখন যেতে হবে।" বিকেলে ইসরাত ওই ছেলের সাথে দেখা করলো।ইসরাত বলল,"আপনাকে আমি কিছু প্রশ্ন করবো।সোজা উত্তর দিবেন।" "ঠিক আছে।" "আপনার নাম কি?" "শুভ।". "শুনলাম আপনি নাকি রিয়াকে নয় আমাকে।" "হ্যা।" "কিন্তু কেন?" "কারণ আপনাকে আমার পছন্দ।" "কিন্তু এখন আমি বিয়ে করবো না।" "এখন না করলেন পরে।" "পরেও না এখনো না আপনাকে আমি বিয়েই করবো না।আর আমি এখন যাচ্ছি।আমার বান্ধবী পার্কে বসে আমার অপেক্ষা করছে।" ইসরাত পার্কে গেলো।রিফাহর পাশে বসলো।রিফাহ বলল,"কি বলল?" "তাকে না করে দিয়েছি।" "ওহ ভালো।খুব ভালো।" ইসরাত আর রিফাহ গল্প করতে লাগলো।রনি,নীরব আর শান্তও আসলো পার্কে।শান্ত বলল,"এই রনি তুই যদি ঐ মেয়েকে ঐযে লম্বা লম্বা চুল ওই মেয়েকে থাপ্পড় মারিছ তাহলে বুঝবো তোর সাহস অনেক।" রনি বলল,"ঠিক আছে এখনি যাচ্ছি।" নীরব বলল,"সাবধানে যাছ বন্ধু।" রনি ইসরাতের কাছে গেল।পিছন থেকে বলল,"হ্যালো।" ইসরাত পিছন ফিরে রনির দিকে তাকালো।রনি ইসরাতকে দেখার সঙ্গে সঙ্গেই চুপ।ইসরাতের দিকে তাকিয়ে রিফাহকে থাপ্পড় মারলো।রিফাহ বলল,"ভাইয়া তুমি আমাকে কেন মারলে?" "সাহসের পরীক্ষা দিচ্ছি।" "তুমি তো আমাকে আগে থেকেই মারো আজকে আবার কিসের সাহস?" "এমনি।" রিফাহ ইসরাতকে অন্য জায়গায় নিয়ে যেতে লাগলো।রনি ইসরাতের দিকে তাকিয়েই আছে।নীরব আর শান্ত রনির কাছে আসলো।নীরব বলল,"এই রনি তোর কি হলো কাকে মারার কথা কাকে মারলি।" শান্ত বলল"তুই তো তোর বোনকে মারলি।তোর খালাতো বোন না?". "হুমম।" শান্ত আর নীরব রনিকে ডাকতে লাগলো "রনি ,রনি এই রনি বাস্তবে ফিরে আয়।রনিইইইইইইইইইইই।" রনির ভাবনার ঘর কেটে গেল।রনি বলল,"কি হয়েছে রে?" নীরব বলল,"আমাদের ভাবি হয়ে গেছে।নে চলে যাই।". রনি বলল,"কি কিসের ভাবি?" "ওই আরকি ভাবি।"
Post a Comment